ডেস্ক রিপোর্ট:
নওগাঁয় এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায়, একজনকে আটক করেছে নওগাঁর মহাদেবপুর পুলিশ।
যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শুক্রবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের রাইগাঁ কাচারী পাড়ার বাসিন্দা মৃত সুধির চন্দ্র শীলের পুত্র সুমন চন্দ্র শীল (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পূর্ব বিরোধের জের ধরে গত ১১ ফেব্রুয়ারী সকালে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের আলাউদ্দীনের ছেলে নাসির উদ্দীন (২৮) মৃত নারায়ন চন্দ্রের ছেলে বিল্লু বর্ম্মন (৩০) ও বদলগাছী উপজেলার সেনপাড়া গ্রামের দিপু কুমার হাড়ির ছেলে গৌতম কুমার হাড়ি (৩০) সুমনকে স্থানীয় একটি পুকুর পারে নিয়ে গিয়ে বেধরক মারপিট করে। এতে সুমনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় এ দিন সে মারা যায়। এ ব্যপারে মৃত সুমনের ভাই সুকুমার চন্দ্র বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় নাসির উদ্দীনকে পুলিশ গ্রেফতার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, যেই অপরাধ করুক না কেন, অপরাধীদের পরিচয় অপরাধী, অপরাধ করে কেউ ছাড় পাবেনা, মামলার অপর আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন