শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁয় নানা বাড়ি বেড়াতে এসে দিঘীর পানিতে ভ্রাসমান থাকা ( মাছের খাবার দেওয়া) ড্রামে চড়ে দিঘীর পানিতে খেলা করার সময় ড্রাম উল্টে দু জন শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। নিহত দু শিশু সম্পর্কে খালাতো ভাই।
মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নওগাঁর ধামুরহাট উপজেলার
উত্তর কাশিপুর (দাড়িকাদিঘী) নামক স্থানে।
শিশু দুটির মৃত্যুতে এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলেন, ওই ডারকা দিঘী গ্রামের আরিফ হোসেন এর ছেলে মাহফুজার রহমান শয়ন ওরফে শুভ (৮) ও পত্মীতলা উপজেলার গগণপুর গ্রামের সাইফুল্লাহ ওরফে সাইফুল শেখের ছেলে আলিপ শেখ (৯)।
স্থানীয়রা জানান, নিহত দুই শিশু সহ পরিবারের লোকজন শিশুদের নানার বাড়ি উত্তর কাশিপুর (দাড়িকাদিঘী) গ্রামে বেড়াতে আসেন।
বৃহস্পতিবার দুপুরে পরিবার ও প্রতিবেশী আরো শিশুদের সাথে বাড়ির পাশে ডারকা দিঘীতে গোসল করতে গিয়ে দিঘীতে থাকা ভ্রাসমান ড্রামে ওঠে নিহত দু শিশু সহ ৪ জনশিশু দিঘীর পানিতে খেলা করার এক পর্যায়ে দিঘীর পানিতে ড্রামটি উল্টেগিয়ে ঐ দুজন শিশুসহ পানিতে তলিয়ে গেলে অপর দুজন শিশু সাতরিয়ে দিঘীর পাড়ে এসে পরিবারের লোকজনকে জানালে লোকজন দিঘীর পানিতে তলিয়ে যাওয়া দু শিশুকে উদ্ধার করলে ও শিশু দু'জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। সম্পর্কে খালাত ভাই দু শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটিতে এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন জানান, নানা বাড়িতে বেড়াতে এসে দিঘীর পানিতে তলিয়ে যায় দু শিশু। পরে শিশু দুটিকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছেন এবং এঘটনায় মামলার পস্তুতি চলছে।
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
Home
Unlabelled
নওগাঁয় দিঘীর পানিতে ডুবে দু শিশুর মর্মান্তিক মৃত্যু..!
নওগাঁয় দিঘীর পানিতে ডুবে দু শিশুর মর্মান্তিক মৃত্যু..!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Your Ad Spot
বিস্তারিত
সত্যের পথে আমরা সবসময়। আমরা চায় জনগণের কথা তুলে ধরতে, এবং সত্যের হয়ে কাজ করতে। আমাদের এই নিউজ আপনাদের ভালো লাগলে অবশ্যয় সবার কাছে শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যয় আমাদের অফিসিয়াল পেজ অথবা ইমেইল করতে পারবেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন