জীবন শেখ, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় সহায়িকা যুব বহুমুখী প্রকল্প’র পক্ষ থেকে গতকাল রবিবার
সকালে হিড়িমদিয়া গোরস্থান মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, শাহনেওয়াজ বেগম ঝর্ণা, গুলশান আরা বানু,
মনোয়ারা বেগম, নাহিদা খাতুন, মোছাঃ শামসুননাহার, শারমিন আক্তার, উপজেলা
প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, হিড়িমদিয়া
কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শওকত জামিল রাসেল ও হিড়িমদিয়া গোরস্থান
মাদ্রাসার মুহতাতিম আব্দুল ওয়াহিদ প্রমূখ। উল্লেখ্য, সহায়িকা যুব বহুমুখী
প্রকল্প ২০১৩ সাল থেকে বিধবা ও দুঃস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ, হস্ত
শিল্প (ব্লক বাটিক) প্রশিক্ষণ দিয়ে আসছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন