সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

অস্ত্র ও গুলিসহ ২ জন অস্ত্র ব্যবসায়ী আটক



কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ২ জন অস্ত্র ব্যবসায়ী আটক গোপন সংবাদের ভিত্তিত র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল “কুষ্টিয়া জেলার খোকসা মাঠপাড়া গ্রামস্ত শহীদ বরকত ফিলিং স্টেশন এর সামনের পাকা রাস্তার উপর” অভিযান পরিচালনা করে গতকাল অস্ত্র ব্যবসায়ী ০১(এক)টি দেশীয় ওয়ান শুটার গান, ০৬ (ছয়) রাউন্ড শিসার গুলি, ০৩ টি মোবাইল ফোন, নগদ ২৪৫ (দুইশত পয়তাল্লিশ টাকা) সহ আসামী ১ মোঃ মিটু মন্ডল (৩০), পিতা-আব্দুল আজিজ @ করন, সাং-বজপাড়া ২। মোঃ জীবন (২০), পিতা-মোঃ মিরাজ মন্ডল, সাং-সরিষা, উভয়ই থানা- পাংশা, জেলা-রাজবাড়ীদ্বয়কে গ্রেফতার করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া খোকসা থানায় অস্ত্র আইন (মামলা নং-৫, তারিখ ১১/০২/২০২১ খ্রিঃ) মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot