নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জের ধরে আনছার আলী নামে এক ব্যক্তির বাড়ি-ঘরে আগুন দিয়ে বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিনগত রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের চামটা-হরিতলা পুকুরপার গ্রামে। এ ঘটনায় রবিবার রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
চামটা-হরিতলা পুকুরপার গ্রামের ইকিম উদ্দিনের ছেলে আনছার আলী জানান, শনিবার রাতে তারা বাড়ির সবাই ঘুমিয়ে পরলে বাড়ি বাহির থেকে ছিকল লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার বাড়ি তিনটি টিনের চালা ঘর ও আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। তিনি জানান, জনৈক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বাড়ি-ঘরে আগুন ধরে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। রবিবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
Home
Unlabelled
রাণীনগরে আগুন দিয়ে বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ
রাণীনগরে আগুন দিয়ে বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Your Ad Spot
বিস্তারিত
সত্যের পথে আমরা সবসময়। আমরা চায় জনগণের কথা তুলে ধরতে, এবং সত্যের হয়ে কাজ করতে। আমাদের এই নিউজ আপনাদের ভালো লাগলে অবশ্যয় সবার কাছে শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যয় আমাদের অফিসিয়াল পেজ অথবা ইমেইল করতে পারবেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন