সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

সাপাহারের এসএমসি ব্লাড গ্রুপ দেশের সেরা দশ সেচ্ছাসেবী সংগঠনের নামের তালিকায়




গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আল খিদমাহ ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (AKBFB) কতৃক আয়োজিত দেশের বিভিন্ন স্থানের ১৩২ টি সেচ্ছাসেবি সংগঠনের মধ্যে সেরা দশ সেচ্ছাসেবী সংগঠনের ৯ম তম স্থানে জায়গা করে নিয়েছে সাপাহারের মেধাবীদের হাতে গড়ে ওঠা সংগঠন মাউন ক্লাবের অঙ্গ প্রতিষ্ঠান  এসএমসি ব্লাড এইড।
 
সাপাহারের তরুণ মেধাবীদের হাতে গড়ে ওঠা মাউন ক্লাবের যাত্রাকাল অল্প সময় হলেও তারা সামাজিক উন্নয়ন মূলক ও জনসেবা মূলক অনেক কাজ করে চলেছে তার মধ্যে উল্লেখযোগ্য শীতবস্ত্র বিতরণ, করনা কালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের  শিক্ষি বৃত্তি প্রদান, গরীব রিকশা ভ্যান চালকদের টিশার্ট বিতরণ, সেচ্ছায় রক্ত দান ও রক্ত পাইয়ে দিতে সহযোগিতা সহ অসংখ্য কাজ করে যাচ্ছে এই সংগঠনটি তারই ফল হিসেবে আজ দেশের ১৩২ টি সেচ্ছাসেবীর নামের তালিকার মধ্য সেরা ৯ এ এই সংগঠনটির নাম ওঠে এসেছে।এতে করে সংগঠনের কাজের গতি আরো বেড়ে যাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot